রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির বলরামপুর গ্রামে সাম্প্রতিক সময়ে চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ঘটছে ছোট-বড় চুরির ঘটনা।
জানা যায়, গত সেপ্টেম্বর মাসে বলরামপুর গ্রামের ড্রাম ট্রাক চালক জীবন হাসানের ট্রাকের ব্যাটারী, একই গ্রামের রুমী আক্তার নামের এক নারীর ব্যবহৃত ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও রফিক নামের এক ব্যক্তির অটোবাইকের ৪টি ব্যাটারী চুরি হয়েছে। জীবন হাসান ও রফিক কর্মজীবী মানুষ।
গাড়ীর ব্যাটারী চুরির ঘটনায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। এসব চুরির ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে এবং এলাকার লোকজনের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরেজমিন এসব তথ্য জানা গেছে।
রবিবার ১৬ অক্টোবর ড্রাম ট্রাক চালক জীবন হাসান জানান, রাজবাড়ী-ট-১১-০১২৮ নং ড্রাম ট্রাকের চালক তিনি। গাড়ীর মালিকের বাড়ী পাংশা শহরে। কাজ শেষে নিজ বাড়ীর পাশে গাড়ী রাখেন তিনি। রাতের বেলায় গাড়ীর ব্যাটারী চুরির ঘটনা ঘটেছে। ট্রাকের ব্যাটারী চুরির পর থেকে তিনি কর্মহীন হয়ে পড়েছেন। চুরির সাথে কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে অনুসন্ধান করছেন তিনি। প্রয়োজনে আইনী পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন ড্রাম ট্রাকের চালক জীবন হাসান।
|
এদিকে, বলরামপুর গ্রামের মসলেম উদ্দিনের স্ত্রী রুমী আক্তার নিজ বাড়ী থেকে রাতের বেলায় তার ব্যবহৃত ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরির তথ্য নিশ্চিত করেন। চুরিসহ অপরাধ প্রবণতা রোধে এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন স্থানীয় সচেতন মহলের লোকজন।
প্রিন্ট