রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামে শনিবার ১৫ অক্টোবর দুপুরে এনজিও সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পাংশার বিভিন্ন এলাকার হতদরিদ্র ১৩টি পরিবারের মাঝে প্রত্যেকের দু’টি করে মোট ২৬টি ভেড়া অিবতরণ করা হয়। সংস্থার ভেড়া পালন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, শনিবার দুপুরে সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে বিনামূল্যে ভেড়া বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভানেত্রী জেসমিন সুলতানা। অনুষ্ঠানে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আরিফ হোসেন, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ও কালুখালীর গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মুহাঃ মাসুদ রানা প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম এবং সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার কর্মসূচির বিষয়ে আলোচনা করেন। ভেড়া পালন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্বারোপ করেন তারা। স্বাগত বক্তব্য রাখেন সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী আসকার দানিয়েল সিপার।
অনুষ্ঠানে অধ্যাপক হাজারী আবুল হাশিম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, কাজী ছদরী দানিয়েল ও কাজী ফরহাৎ জামিল (রুপু) প্রমূখ উপস্থিত ছিলেন।
সুবিধাভোগীরা হলেন- চরমৌদিপুর গ্রামের শারমীন বেগম, চরদুর্লভদিয়া গ্রামের শিউলী, মৈশালা গ্রামের আসাদুল্লাহ, রওশন বিশ্বাস, ছাহেরা বেগম ও রোজিনা বেগম, মাগুড়াডাঙ্গী গ্রামের মনিরা আক্তার, পাটিকাবাড়ী গ্রামের মকছেদ সরদার, রুমা খাতুন ও আয়জান খাতুন, পারনারায়নপুর গ্রামের মোমেনা খাতুন, হাবাসপুর গ্রামের রুমি আক্তার ও মুন্নি খাতুন।
প্রিন্ট