নড়াইল আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এড.উত্তম কুমার ঘোষ ৬৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী এড.ওমর ফারুক পেয়েছেন ৫২ ভোট। সাধারন সম্পাদক পদে এড.মাহামুদুল হাসান কায়েস ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার প্রতিদ্বন্দী এড.আলহাজ্জ্ব নূর মোহাম্মদ পেয়েছেন ৫৬ ভোট।
সহ-সাধারন সম্পাদক পদে এড.সুনিল কুমার বিশ্বাস,আইন ও সমাজকল্যান সম্পাদক পদে এড.জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে এড.মোঃ আজিজুল ইসলাম,লাইব্রেরী সম্পাদক এড.লাভলী আক্তার,সদস্য পদে এড.অরবিদু কুমার মল্লিক,এড.মিশকাতুর রহমান সজীব,এড. রাজু আহম্মেদ রাজু ও এড.মোঃ টুটুল সিকদার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
রবিবার (৩১জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নড়াইলে আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ১২০জন ভোটারের মধ্যে ১১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা করেন সিনিয়র আইনজীবী শেখ নূর মোহাম্মদ ও আইনজীবী সমিতির সভাপতি এড. এ,এফ,এম হেমায়তুল্লাহ হিরু।
প্রিন্ট