কুষ্টিয়া খোকসা উপজেলা উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আখতারসহ ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর নিকট বাবুল আখতার মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, খোকসা উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মাস্টার সেলিম রেজা, খোকসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম খান প্রমুখ।
আরো ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নিকট। ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এরা হচ্ছেন মোতাহার হোসেন খোকন, আনিসুর রহমান বাবলু ও শহিদুল ইসলাম। উপজেলা নির্বাচন অফিসার ও সরকারি রিটার্নিং অফিসার রাশিদুল ইসলাম জানান খোকসা উপজেলার উপনির্বাচনে ৫ জন মনোনয়নপত্র নিলেও মোট ৪ জন জমা দিয়েছেন।
১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়নি তিনি হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত। আগামী ১০ অক্টোবর বাছাই, ১৭ই অক্টোবর প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৮ই অক্টোবর প্রতিক বরাদ্দ, ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রিন্ট