ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তানোর বিএনপির নেতৃত্বে হযরতকে দেখতে চাই তৃণমুল Logo মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা Logo ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Logo রূপগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo আজ খোকসা হানাদার মুক্ত দিবসঃ পালিত হবে যথাযজ্ঞ মর্যাদা Logo দৌলতপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত Logo মধুখালীতে নবাগত ইউএনও’র যোগদান Logo বহুলীতে দুর্যোগ ব্যবস্থাপনা বন্যা পূর্ব ও পরবর্তী সময়ে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo শালিখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দিনব্যাপী বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ সম্পন্ন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আওয়ামীলীগ কর্মী হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে পোষ্টারিং

মহম্মদপুরে দুইমাসে ৭টি পৃথক সংঘর্ষে নিহত ২ আহত শতাধিক

এলাকায় আধিপত্য বিস্তার, গ্রাম্য দলাদলি এবং তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে গত দুইমাসে ৭টি পৃথক সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এসব ঘটনায় ঘর-বাড়ি, দোকান-পাট ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দুই কোটি টাকার। গ্রামীন জনপদের বিভিন্ন স্থানে দুই মাসের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে ধারণা করছেন সাধারন মানুষ ও সচেতন মহল।

এলাকায় আধিপত্য বিস্তার, ফুটবল খেলা, পারিবারিক কলোহ ও পূর্ববিরোধসহ বিভিন্ন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়েছে। খবর পেয়ে এসব সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করেছে মহম্মদপুর থানা পুলিশ। সংশ্লিষ্ঠ একাধিক ব্যক্তিকে ঘনটাস্থল থেকে আটকও করছেন আইন-শৃঙ্খলা বাহিনী। ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। প্রতিটা ঘটনায় থানায় এবং আদালতে মামলা হয়েছে। একটি হত্যা মামলার ঘটনায় আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলকাবাসী বিভিন্নস্থানে পোষ্টারিং করেছে।

অনুসন্ধানে জানা গেছে, ২৩ জুলাই উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চরঝামা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র দু’গ্রুপের সংঘর্ষে নিহত হয় নবম শ্রেনির মাদ্রাসা ছাত্র হাসিবুল ইসলাম। আহত হয় অনেকে। এ নিয়ে এলাকায় ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

২৬ জুলাই পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। ১৫টি বসত-বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়।

১ সেপ্টেম্বর উপজেলার নহাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়।

৪ সেপ্টেম্বর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুরা গ্রামে পূর্ববিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং বসতবাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এর জের ধরে পাশ্ববর্তী কানুটিয়া বাজার থেকে কৃষক ও আওয়ামীলীগ কর্মী আতর লস্কর (৬০) কে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায়।

এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাশেদ মোল্যাসহ ৩১জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এবং আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী উপজেলা শহরসহ বিভিন্ন এলাকায় পোষ্টারিং করেন। এরপর র‌্যাব ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে তালিকাভুক্ত আসামি মো. সাইফুল মোল্যা, পিং- মুজিবর মোল্যা, রাজেক মোল্যা পিং- গোলেবার মোল্যা ও হাসিবুল পিং- সলেমান খানকে গ্রেফতার করে।

গত ৬ সেপ্টেম্বর উপজেলার বিনোদপুর হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘুল্লিয়া ও বিনোদপুর গ্রামবাসীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে থানায় ডেকে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা আর হবে না মর্মে অঙ্গীকারাবদ্ধ করেন। এদিন রাতেই ঘুল্লিয়া গ্রামের লোকজন বিনোদপুর গ্রামের রাজিবকে পিটিয়ে মারাত্বক আহত করে।

এ সংবাদ ছড়িয়ে পড়লে বিনোদপুর বাজারে ঘুল্লিয়া গ্রামের ব্যবসায়ীদের দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় ৮জনকে আটক করে ৬ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। আশঙ্কাজনক অবস্থায় রাজিব ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিন বিকোলে উপজেলার বাবুখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

গত ৭ সেপ্টেম্বর উপজেলার দীঘা ইউনিয়নের জনার্দনপুর গ্রামে পারিবারিক কলোহের জেরে ভাই ও ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত ওমেদ ও তার স্ত্রী আয়শা দম্পত্তি। এই দম্পত্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। প্রতিটা ঘটনায় থানায় মামলা হয়েছে। এ সকল মামলায় রাজনৈতিক দলের সিনিয়র নেতা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম্য মাতবর এবং সাধারন মানুষকে ঘটনার সাথে সংশ্লিষ্ট না থাকা সত্বেও আসামি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গ্রেফতার আতঙ্কে এসব আসামিরা পলাতক রয়েছেন।

আজ রবিবার দুপুরে বিনোদপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের ঘটনা পরিদর্শন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা উপস্থিতি ছিলেন।উপজেলা কৃষকলীগের সভাপতি মশিউর রহমান বলেন, স্থানীয় আওয়ামী লীগের মধ্যে দু’গ্রুপিং থাকার কারনে সাধারন মানুষের মধ্যে বিভেধ সৃষ্টি হওয়ায় ছোটখাটো বিষয় নিয়ে সাধারন মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।

পলাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমডি গোলজার রহমান বলেন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গ্রাম্য মাতবরদের শেল্টার দেওয়ার কারনে বিভিন্ন স্থানে মারামারিতে রুপ নিচ্ছে। বালিদিয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনা বলেন, পুলিশের ভূমিকা কঠোর না হওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, আধিপত্য বিস্তারসহ ছোটখাটো বিয়ষ নিয়ে অনাকাঙ্খিত কয়েকটি ঘটনা ঘটেছে। ঘটনার সাথে সংশ্লিষ্ঠদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এবং ১৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। হত্যা মামলার আসামিদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে আরো কঠোর হবে পুলিশ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোর বিএনপির নেতৃত্বে হযরতকে দেখতে চাই তৃণমুল

error: Content is protected !!

আওয়ামীলীগ কর্মী হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে পোষ্টারিং

মহম্মদপুরে দুইমাসে ৭টি পৃথক সংঘর্ষে নিহত ২ আহত শতাধিক

আপডেট টাইম : ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
শফিকুল ইসলাম জীবন, মহাম্মাদপুর (মাগুরা) প্রতিনিধি :

এলাকায় আধিপত্য বিস্তার, গ্রাম্য দলাদলি এবং তুচ্ছো ঘটনাকে কেন্দ্র করে গত দুইমাসে ৭টি পৃথক সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এসব ঘটনায় ঘর-বাড়ি, দোকান-পাট ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দুই কোটি টাকার। গ্রামীন জনপদের বিভিন্ন স্থানে দুই মাসের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে ধারণা করছেন সাধারন মানুষ ও সচেতন মহল।

এলাকায় আধিপত্য বিস্তার, ফুটবল খেলা, পারিবারিক কলোহ ও পূর্ববিরোধসহ বিভিন্ন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়েছে। খবর পেয়ে এসব সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করেছে মহম্মদপুর থানা পুলিশ। সংশ্লিষ্ঠ একাধিক ব্যক্তিকে ঘনটাস্থল থেকে আটকও করছেন আইন-শৃঙ্খলা বাহিনী। ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। প্রতিটা ঘটনায় থানায় এবং আদালতে মামলা হয়েছে। একটি হত্যা মামলার ঘটনায় আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলকাবাসী বিভিন্নস্থানে পোষ্টারিং করেছে।

অনুসন্ধানে জানা গেছে, ২৩ জুলাই উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চরঝামা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র দু’গ্রুপের সংঘর্ষে নিহত হয় নবম শ্রেনির মাদ্রাসা ছাত্র হাসিবুল ইসলাম। আহত হয় অনেকে। এ নিয়ে এলাকায় ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

২৬ জুলাই পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। ১৫টি বসত-বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়।

১ সেপ্টেম্বর উপজেলার নহাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়।

৪ সেপ্টেম্বর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুরা গ্রামে পূর্ববিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং বসতবাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এর জের ধরে পাশ্ববর্তী কানুটিয়া বাজার থেকে কৃষক ও আওয়ামীলীগ কর্মী আতর লস্কর (৬০) কে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায়।

এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাশেদ মোল্যাসহ ৩১জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এবং আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী উপজেলা শহরসহ বিভিন্ন এলাকায় পোষ্টারিং করেন। এরপর র‌্যাব ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে তালিকাভুক্ত আসামি মো. সাইফুল মোল্যা, পিং- মুজিবর মোল্যা, রাজেক মোল্যা পিং- গোলেবার মোল্যা ও হাসিবুল পিং- সলেমান খানকে গ্রেফতার করে।

গত ৬ সেপ্টেম্বর উপজেলার বিনোদপুর হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘুল্লিয়া ও বিনোদপুর গ্রামবাসীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে থানায় ডেকে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা আর হবে না মর্মে অঙ্গীকারাবদ্ধ করেন। এদিন রাতেই ঘুল্লিয়া গ্রামের লোকজন বিনোদপুর গ্রামের রাজিবকে পিটিয়ে মারাত্বক আহত করে।

এ সংবাদ ছড়িয়ে পড়লে বিনোদপুর বাজারে ঘুল্লিয়া গ্রামের ব্যবসায়ীদের দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় ৮জনকে আটক করে ৬ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। আশঙ্কাজনক অবস্থায় রাজিব ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিন বিকোলে উপজেলার বাবুখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

গত ৭ সেপ্টেম্বর উপজেলার দীঘা ইউনিয়নের জনার্দনপুর গ্রামে পারিবারিক কলোহের জেরে ভাই ও ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত ওমেদ ও তার স্ত্রী আয়শা দম্পত্তি। এই দম্পত্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। প্রতিটা ঘটনায় থানায় মামলা হয়েছে। এ সকল মামলায় রাজনৈতিক দলের সিনিয়র নেতা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম্য মাতবর এবং সাধারন মানুষকে ঘটনার সাথে সংশ্লিষ্ট না থাকা সত্বেও আসামি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গ্রেফতার আতঙ্কে এসব আসামিরা পলাতক রয়েছেন।

আজ রবিবার দুপুরে বিনোদপুর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের ঘটনা পরিদর্শন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা উপস্থিতি ছিলেন।উপজেলা কৃষকলীগের সভাপতি মশিউর রহমান বলেন, স্থানীয় আওয়ামী লীগের মধ্যে দু’গ্রুপিং থাকার কারনে সাধারন মানুষের মধ্যে বিভেধ সৃষ্টি হওয়ায় ছোটখাটো বিষয় নিয়ে সাধারন মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।

পলাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমডি গোলজার রহমান বলেন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গ্রাম্য মাতবরদের শেল্টার দেওয়ার কারনে বিভিন্ন স্থানে মারামারিতে রুপ নিচ্ছে। বালিদিয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনা বলেন, পুলিশের ভূমিকা কঠোর না হওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, আধিপত্য বিস্তারসহ ছোটখাটো বিয়ষ নিয়ে অনাকাঙ্খিত কয়েকটি ঘটনা ঘটেছে। ঘটনার সাথে সংশ্লিষ্ঠদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এবং ১৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। হত্যা মামলার আসামিদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে আরো কঠোর হবে পুলিশ।


প্রিন্ট