সেপ্টেম্বর মাস বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মাস।
এ উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর শিল্পকলা একাডেমিতে সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল আলীম ব্যাপারী।
সভায় স্বেচ্ছাসেবক লীগের বোয়ালমারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কামরুল সিকদারকে কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
জনাব সিকদার সভাপতি হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে ৬১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার |
প্রিন্ট