দায়িত্ব গ্রহণ করলেন পাবনার চাটমোহর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় ডাকবাংলো চত্ত্বর থেকে একটি মোটরসাইকেল র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভায় পৌঁছান নতুন এই মেয়র। পরে পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত হয় মেয়র এবং নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দের অভিষেক অনুষ্ঠান।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সাবেক এমপি অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন খবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক জকি, যুগ্ম সম্পাদক মাহবুব এলাহী বিশু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
এরপর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুলের মালা দিয়ে নতুন মেয়রকে বরণ করে নেয়। বিকেল ৩টায় নতুন মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো আনুষ্ঠানিকভাবে সাক্ষর করে দায়িত্বভার গ্রহণ করেন।
প্রিন্ট