ঝিনাইদহের শৈলকুপা থানার সারুটিয়া ইউনিয়নের গাংকুলা-শাহবাড়িয়া গ্রামের শামছুল মাওলানার বাড়িতে ২ সাবকসহ মেছোবাঘ আটক করেছে এলাকাবাসী।মঙ্গলবার রাতের কোনো এক সময় সেচ পাম্পের গভীর হাউজে ঢুকে পড়ে শাবক সহ মেছো বাঘটি।
শামছুল মাওলানার ছেলে মুনমুন ইসলাম জানান, বাঘের মত ভয়ংকর শব্দ শুনে বোরিং ঘরে গেলে টর্চের আলোয় বাঘ আকৃতির কিছু দেখে বাঘ ভেবে দৌড়ে পালাই।
পরে আরো লোকজন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে ঘটনাস্থলে গিয়ে দুটি বাচ্চাসহ মেছো বাঘের বিষয়টি নিশ্চিত হই। বুধবার ভোর থেকে আশপাশের গ্রামে বাঘ দেখার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দলে দলে বাঘ দেখতে ভীড় জমাচ্ছেন।
ঝিনাইদহ বন বিভাগ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আমরা শাবকসহ বাঘটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
প্রিন্ট