ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে পৌর মেয়র নিমাই চন্দ্র সরকারের করা অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে মাববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। রবিবার বিকেল ৩ টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনের সড়কে ব্যানার প্লে-কার্ড হাতে সাংবাদিকরা মানববন্ধন পালন করেন।
দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিসের সভাপতিত্বে ও দিনকাল প্রতিনিধি শওকত আলী শরিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক খোলাচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব আহাদ, মানবজমিন প্রতিনিধি লিয়াকত হোসেন, খবরপত্র প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন, বাঙ্গালী সময় প্রতিনিধি মিজানুর রহমান মিজান, ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকিব, ফালগুনী টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু প্রমূখ।
এসময় বক্তরা বলেন, সাংবাদিকরা সমাজের অসহায় নিপীড়িত সাধারণ মানুষের কথা তুলে ধরে জাতির সামনে। দেশের উন্নয়ন চিত্রও পুরো বিশ্ব পরিমন্ডলে তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সেখানে সাংবাদিকদের নিয়ে নগরকান্দার মেয়রের করা অশালীন মন্তব্য ও ন্যাক্কারজনক কটুক্তি সত্যিই পুরো সাংবাদিক সমাজকে হতাশ করেছে।
মেয়রের এমন আচরনের প্রতিবাদ জানিয়ে বক্তরা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে নিমাই সরকার তার ভুল স্বীকার করে সাংবাদিদেও কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরো কঠোর থেকে কঠোর তম আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবেও বলে জানান বক্তরা।
আরও পড়ুনঃ দেড়মাসে ৭টি পৃথক সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক
এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক খবর প্রতিনিধি রেজাউল করিম সেলিম, বাংলা টিভির প্রতিনিধি নজরুল ইসলাম, আনন্দ টিভি প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, এটিএন বাংলা টিভি প্রতিনিধি তৌহিদুল ইসলাম তুহিন, সময়ের আলো প্রতিনিধি মিজানুর রহমান মোল্লা, বাঙালী সময় প্রতিনিধি জাকির হোসেন জাকারিয়া, ভোরের পাতা প্রতিনিধি এস এম আক্কাস, নবরাজ প্রতিনিধি শামিম হোসেন, খোলাকাগজ প্রতিনিধি ফয়সাল হোসেন, বঙ্গটিভি প্রতিনিধি মশিউর রহমান মিন্টু, নবচেতনা প্রতিনিধি শাহিদুজ্জামান শাহিদ, আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ, ফরিদপুর কন্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান পান্নু, খোলাচোখের ব্যবস্থাপনা সম্পাদক আসিফ মাহবুব আকাশ, বাংলা ৭১ প্রতিনিধি প্রশান্ত বিশ্বাস শিবু, গনমুক্তি প্রতিনিধি শাহজালাল, মানব দর্পন প্রতিনিধি সাইফুল ইসলাম সহ নগরকান্দায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিক বৃন্দ।
প্রিন্ট