ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মো. শামীম হক ও সাধারন সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সম্মলেন স্থগিতের এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর অসুস্থ জনিত কারনে সম্মেলন স্থগিত করা হলো। টানা ৯ বছর পর আগামী ১২ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ রয়েছে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থ থাকার কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পরামর্শ ক্রমে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ১২ সেপ্টেবরের সম্মেলন স্থগিত করা হইল। বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাজেদা চৌধুরীর রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়।
সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন, সম্মেলনের সফল করার জন্য সকল প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এরই মধ্যে আমাদের আসনের এমপি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি ঢাকা একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। যেকারণে কেন্দ্রীয় নেতাদের পরামর্শে জেলা আওয়ামী লীগ নেতারা সম্মেলন স্থগিত করেন। সম্মেলন স্থগিতের চিঠি আমরা হাতে পেয়েছি।
প্রিন্ট