চাঁপাইনবাবগঞ্জে ককটেল সদৃশ ৩৩টি বস্তুসহ সিরাজুল ইসলাম ওরফে সজিব নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্প্রতিবার (৮ সেপ্টেম্বর) র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, বুধবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের কানসাট-ভোলাহাট সড়কের কলমুগাড়া বিলের দক্ষিণ পাশের একটি বাথান ঘরের বারান্দা থেকে লাল টেপ মোড়ানো অবস্থায় এসব ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম (৩৭) চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নতুন হুজরাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে কলমুগাড়া বিলে অভিযান চালায়। এ সময় বিলের দক্ষিণ পাশের একটি বাথান ঘরের বারান্দা থেকে ৩৩টি ককটেল সদৃশ বস্তুসহ সিরাজুল কে আটক করে র্যাব সদস্যরা।’
আরও পড়ুনঃ গোমস্তাপুরে ট্রলির ধাক্কায় শিশু নিহত
র্যাব আরও জানায়, ‘জব্দকৃত ককটেল সদৃশ বস্তুগুলো অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল সিরাজুল ইসলাম ওরফে সজিব।’ এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রিন্ট