রাজবাড়ী জেলার পাংশায় শুক্রবার ২ সেপ্টেম্বর বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন পরিষদ যৌথভাবে এ সভার আয়োজন করে।
কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে সাহিত্য সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা করেন পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, কালুখালী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ও মেডিসিন প্রাক্টিশনার মোঃ সহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও সাংবাদিক সেলিম মাহমুদ।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মোল্লা মাজেদ, শামীম মোল্লা, রোকেয়া রহিম, সন্ধ্যা রানী কুন্ডু ও সুমী খন্দকার প্রমূখ।
আরও পড়ুনঃ জমকালো আয়োজনে সময়ের প্রত্যাশা-র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রিন্ট