ফরিদপুরের বোয়ালমারীতে ‘আদ দিয়ান এতিমখানা ও ক্যাডেট মাদ্রাসা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রামে মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
রাগীব দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে এবং কাতার চ্যারিটির সহায়তায় এলাকার এতিম, গরিব, অসহায় ও দুস্থদের ধর্মীয় শিক্ষার জন্য এই এতিমখানা ও ক্যাডেট মাদ্রাসা স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, ময়না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হক মৃধা, সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রিন্ট