ফরিদপুর জেলায় যুব অধিকার পরিষদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বিকেল পাঁচটায় ফরিদপুর শহরের খোদাবক্স রোডের মারাণ আথা এজিচার্জ স্কুলের অডিটোরিয়াম ফরিদপুর জেলা যুবঅধিকার উদ্যোগে সংগঠনের সাবেক সদস্য সচিব মোঃ মিন্টু হোসেন এর সভাপতিত্বে যুব অধিকার পরিষদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গনঅধিকার পরিষদের সহকারী আহ্বায়ক ডা.বায়জীদ হোসেন শাহেদ,কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল তানভীর,কেন্দ্রীয় ছাত্রঅধিকার পরিষদের সহ-সভাপতি ফরহাদ মিয়া,ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ জুয়েল ভান্ডারী,ফরিদপুর জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মোঃ হারুণ মিয়াসহ অন্যান্য নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা গণ অধিকার পরিষদ একটি নতুন দল। যারা জনগনের অধিকার নিয়েই কাজ করতে চায়। তাই ফরিদপুর জেলার আপামর জনতাকে গন অধিকার পরিষদের সাথে কাজ করার আহ্বান জানান যাতে জনগনের অধিকার আদায়ে তারা সোচ্চার হতে পারে।
বক্তারা আরো বলেন আমরা জনগনকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে চাই। যাতে সাধারন মানুষ তাদের নিজের পচন্দ মতো নেতা ও সরকার নির্বাচিত করতে পারে।
প্রিন্ট