ফরিদপুরের সদরপুরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোশাররফ হোসেন এবং ফরিদপুর-৪ আসনের আরেক সাবেক সংসদ সদস্য ও সদরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেগম সালেহা মোশাররফের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকেলে সদরপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশহিয়াক আরিফ।
সদরপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফকির এ. ছত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ফরিদপুর, সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাশন উপজেলার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠণের বিভিন্ন নেতৃবৃন্দ।
ছবি সংযুক্ত, সদরপুর(ফরিদপুর)ঃ সদরপুরে সাবেক দুই সংসদের স্মরণ সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ্ ও নেতৃবৃন্দের একাংশ-
প্রিন্ট