ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ফরিদপুর-৪ আসনের এমপি জনগণই নির্বাচিত করবেন।
তিনি বলেন, মহামারি করোনার আড়াই বছরে কাজী জাফরউল্লাহ্ মাঠে আসেননি। আগামীতে সংসদ নির্বাচন এখন তিনি মাঠে এসেছেন। ৩ উপজেলার জনগণকে সাথে নিয়ে গত ৮ বছরে অত্র আসনের ৩ উপজেলায় যে উন্নয়ন করেছি গত ৩০ বছরে তা হয়নি।
অত্র আসনে রাস্তাঘাট, বিদ্যুৎ সহ প্রত্যন্ত চরাঞ্চলে যে উন্নয়ন করেছি, তার প্রতি শ্রদ্ধা রেখে জনগণই সিদ্ধান্ত নিবে কাকে ভোট দিবে। তিনি কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আপনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ শত্রু নন। মাঠে আসেন ভোটের খেলা হবে।
তিনি গতকাল সোমবার সন্ধ্যায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর খেজুরতলা থেকে আকোটেরচর জনসংঘ উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা পরিদর্শন কালে চরবিষ্ণপুর তারা মোল্যার বাড়িতে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, এলাকার সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন চরবিষ্ণুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আব্দুল গফ্ফার মিয়া, নিলয় চন্দ্র সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান গোলাম কাউছার, সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রিন্ট