কুষ্টিয়ার খোকসা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও ইভটিজিং এবং দুর্যোগকালীন সময় করণীয় বিষয় স্কাউট, রোভার, বিএনসিসি গার্লস গাইডদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে উপজেলা পরিষদের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার সবুজ সাহা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন বর্তমান সমাজে মাদক সবচেয়ে ভয়াবহ অবস্থা এসে দাঁড়িয়েছে তাই মাদক থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। তিনি মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান,এছাড়া তিনি বলেন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ইভটিজিং বিষয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিরোধে কাজ করে যাচ্ছি। তিনি স্কাউট, রোভার, বিএনসিসি ছাত্র-ছাত্রীদের কে এ বিষয়ে কাজ করা আহ্বান জানান।
তিনি আরো বলেন বর্তমান সময়ে মোবাইল একটি বিশেষ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা মাদকের চেয়ে কোন অংশে কম নই । তাই তিনি ছাত্র-ছাত্রীদেরকে মোবাইল ফোনের কুফলতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
প্রিন্ট