ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামের মসজিদের ইমামের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার বিকেলে ভয়াবহ অগ্নিকাÐে দোতলা কাঠেরঘর ও সব মালামাল পুড়ে যায়। সেই সাথে পুড়ে ছাই হয় ইমামের স্বপ্ন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুসুমদি দক্ষিণ পাড়া গ্রামের মাওলানা মো. মাসুদ মোল্লা স্থানীয় একটি মসজিদের ইমামতি করেন। অনেক কষ্ট করে একটি দোতলা কাঠের একটি ঘর দেন। বুধবার বিকেলে হঠাৎ করে ওই ঘরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়।
পরে খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস আসার পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাÐে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবার থেকে দাবি করেন।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) ওয়াহিদ্জ্জুামান খান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে।
প্রিন্ট