মাগুরায় আদর্শ সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ৪ তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বুধবার ২৪ আগস্ট সকাল ১০ টার সময় বড়খড়ি আখসেন্টারের পাশে অবস্থিত আদর্শ সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) কুমারখালী ডিগ্রি কলেজ কুষ্টিয়া ও সভাপতি পরিচালনা পর্ষদ আদর্শ সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় খন্দকার শওকত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান ৭ নং মঘী ইউনিয়ন পরিষদ মাগুরা সদর হাসনা হেনা, সভাপতি মঘী ইউনিয়ন আওয়ামীলীগ রেজাউল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি জগদল ইউনিয়ন আওয়ামীলীগ গফুর মোল্যা, সাধারণ সম্পাদক মঘী ইউনিয়ন আওয়ামীলীগ পিল্টন মাহমুদ, সাধারণ সম্পাদক জগদল ইউনিয়ন আওয়ামীলীগ জিল্লুর রহমান, আদর্শ সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ আবু তাহের মোহাম্মদ রাসেল, আদর্শ সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক গৌতম কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম কানন, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, উপজেলা সদর ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শ্রীপুর নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, ছাত্র লীগের সভাপতি নাহিদ খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন বিশ্বাস, মঘী ৪ নং ওয়ার্ড মেম্বার তোরাপ আলী মোল্লা, জগদল ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান সহ স্কুলের শিক্ষক ও ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রতিষ্ঠাতা আদর্শ সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় সালাহ উদ্দিন বিশ্বাস এবং উপস্থাপনা পরিচালনা করেন, সহাকারী শিক্ষক খন্দকার কোবাদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর স্কুলে প্রবেশ করার সাথে সাথেই শিক্ষক ও ছাত্রীরা ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর সাইফুজ্জামান শিখর নিজ হাতে লাল ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করেন। এরপর এমপি সাইফুজ্জামান শিখর বলেন, আমার শ্রদ্ধেয় স্যার মরহুম প্রফেসর আব্দুল লতিফ বিশ্বাসের কথা ও স্মৃতি খুবই মনে পড়তেছে। আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর লতিফ বিশ্বাস কিছু দিন পূর্বে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন।
আমি শুরুতেই আমার শ্রদ্ধেয় স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। তিনি এই স্কুলের শুরু থেকেই অনেক পরিশ্রম করেছেন এবং ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্বে ছিলেন। আজ তার সুযোগ্য পুত্র ডাঃ আবু তাহের মোহাম্মদ রাসেল এই অত্র বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য।
তিনি ছাত্রীদের উদ্দেশ্য বলেন, তোমরা নিয়মিত ভাবে স্কুলে আসবে ও শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে দেশ-জাতির কল্যাণে কাজ করবে। সবশেষে তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য তিনি সর্বদায় সহযোগিতা করবেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এই ভবন নির্মাণ করতে ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় হয়েছে সরকারের।
প্রিন্ট