কুষ্টিয়ার কুমারখালীতে সেলিমকে নামে খুনের মামলার এক আসামি কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ১ আগষ্ট,সোমবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। নিহত সেলিম উপজেলার সদকী ইউপির চরপাড়া গ্রামের গ্রামের মৃত সেকেন আলীর ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, সেলিম সকাল সাড়ে ৯টার দিকে ভাটায় কাজে যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষের সাইদুল ইসলাম, আসলাম হোসেন ও রাজু আহমেদসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সেলিম।
জানায়ায়,২০২০ সালের ৬ মে জমি নিয়ে জেরে চরপাড়া জামে মসজিদ থেকে তারাবির নামাজ আদায় করে বাড়ির ফেরার পথে হুমায়ন মন্ডলকে কুপিয়ে করেছিল প্রতিপক্ষরা। পরের দিন ৭ মে নিহতের ছোট ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে ৩৬ জনের নামে কুমারখালী থানায় একটি মামলা করেছিল। ওই মামলায় নিহত সেলিমকে আসামি করা হয়েছিল।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতের ভাই শাহিন বলেন, ভাইকে পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের সাইদুল ইসলাম, আসলাম হোসেন, রাজু আহমেদসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
আরও পড়ুনঃ স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় সহকারী শিক্ষককে কুপিয়ে জখম
সদকী ইউপি চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০২০ সালে একজন খুন হয়েছিল। সেলিম সেই মামলার আসামি ছিল। আজ প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার আগেই সেলিমের মৃত্যু হয়েছে।
প্রিন্ট