সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় দেয়া হলো বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক কেএম রুবেল কে।আজ বেলা ১২:০০ টায় তাকে তার প্রিয় সংগঠন ফরিদপুর প্রেস ক্লাবের সামনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, নগরকান্দা পৌরসভার নিমাই চন্দ্র সরকার, সহ ফরিদপুরের বিভিন্ন এলাকার সামাজিক সংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ করা যেতে পারে , গত শনিবার রাত বারোটা দশ মিনিটে কেএম রুবেল ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুনঃ না ফেরার দেশে সাংবাদিক কে এম রুবেল
তিনি দীর্ঘদিন যাবত বৈশাখী টেলিভিশনে এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী এবং সৎ লোক ছিলেন।
তার নামাজে জানাজা আজ বাদ জোহর আরামবাগ গোরস্থান জামে মসজিদ অনুষ্ঠিত হবে এবং পরে তাকে দাফন করা হবে।
এদিকে রুবেলের মৃত্যু সংবাদ এ ফরিদপুর জেলা প্রশাসন ফরিদপুর পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে । এছাড়া শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রিন্ট