খাদ্যশস্য লাইসেন্স নিব আইন মেনে ব্যবসা করব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ১৫ জুলাই থেকে ২১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত দেশব্যাপী খাদ্যশস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ উদযাপিত করা হয়। শুক্রবার ১৫ জুলাই সকাল ১০ টার সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক, মাগুরা এর আয়োজনে সপ্তাহব্যাপী খাদ্যশস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে র্যালি, লিফলেট বিতরণ ও লাইসেন্স বিতরণ করা হয়। খাদ্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ উদযাপন দিবস র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মনোতোষ কুমার মজুমদার।
আরও উপস্থিত ছিলেন, কারিগরী খাদ্য পরিদর্শক মাগুরা প্রবীর কুমার কীর্ত্তনীয়া, ভারপ্রাপ্ত কমকর্তা মাগুরা খাদ্য গুদাম নুরে আলম সিদ্দিকী, খাদ্য পরিদর্শক রতন কুমার দাশ, বিশিষ্ট ব্যবসায়ী সুজিত প্রামাণিক, লাইসেন্স গ্রহীতা অভি ট্রেডার্স, প্রো. রতন কুমার ভৌমিক সহ পাইকারী ব্যবসায়ী ও আড়তদার, খুচরা ব্যাবসায়ী, চালকের মালিক বৃন্দগণ।
খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয় মাগুরা জেলা থেকে এ বছর সপ্তাহব্যাপী খাদ্যশস্য আমদানিকারক, পাইকারী ব্যবসায়ী ও আড়তদার, খুচরা ব্যাবসায়ী, চালকল (অটোমেটিক রাইস মিল, মেজর রাইস মিল, হাস্কিং রাইস মিল) মালিকগণ ও ময়দাকল (মেজর ও কম্পাক্ট ময়দাকল, রোলার ময়দাশ, আটাচাক্কি) মালিকগণ যারা সর্বনিম্ম ১(এক) মেট্রিক টন খাদ্যশস্য/খাদ্য সামগ্রী (এককভাবে কিংবা মিলিতভাবে) অর্থাৎ ১০০০(এক হাজার) কেজি ধান, চাল, গম, গমজাত দ্রব্য মজুত বা ক্রয়-বিক্রয় করেন তাদেরকে খাদ্যশস্য লাইসেন্স গ্রহণ করতে হবে।
১৫ জুলাই থেকে ২১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত সারাদেশের সকল খাদ্য বিভাগীয় দপ্তরসমূহসহ ওয়ানস্টপ সার্ভিস সেন্টার এর মাধ্যমে খাদ্যশস্য লাইসেন্স প্রদান করা হবে। এর আলোকেই মাগুরা জেলার গুরুত্বপূর্ণ হাট-বাজার ও ব্যবসাকেন্দ্রসমূহে সপ্তাহব্যাপী ওয়ানস্টপ সার্ভিস সেন্টার এর মাধ্যমে খাদ্যশস্য লাইসেন্স প্রদান কার্যক্রম চলমান থাকবে।
প্রিন্ট