রাজবাড়ী জেলার আসন্ন পাংশা পৌরসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ১২ জানুয়ারী বিকেলে পাংশা উপজেলা ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে যৌথসভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আহম্মদ হোসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওয়াজেদ আলী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন (পাতা)।
যৌথসভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুজ্জামান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বাবুপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরোয়ার, মৌরাট ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মিয়া, মৌরাট ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, কলিমহর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, পাংশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার বেগম, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাকিম রুমী, পাংশা উপজেলা ফল ব্যবসায়ী সমিতি লীগের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মোল্লা, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর লাবলু বিশ্বাস, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আলীম মুন্সী, পাংশা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা সুব্রত কুমার দাস সাগরসহ পাংশা উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আসন্ন পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ওয়াজেদ আলীর নৌকা প্রতীক বিজয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী পাংশা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। পাংশা পৌরসভার ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১৩। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১১৩ জন ও মহিলা ভোটার ১২ হাজার ২০০ জন। পুরুষের চেয়ে মহিলা ভোটার ৮৭ জন বেশি।