আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার মৃদু উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য শুক্রবার সকালে নমুনা জমা দিয়েছিলেন মাহবুব উল আলম হানিফ। সন্ধ্যায় করোনা শনাক্তের ফল জানা গেছে। করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন।
তারিকুল ইসলাম টুটুল আরও জানান, মাহবুব উল আলম হানিফ দ্রæত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চেয়েছেন। এর আগে ২০২০ সালের ১১ নভেম্বরে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।
আরও পড়ুনঃ সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করা সেই তরুণীর বিয়ে
সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এর রোগমুক্তি আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ জাকির হোসেন বুলবুল। ভেড়ামারা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া। ভেড়ামারা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ প্রমূখ।
প্রিন্ট