কুষ্টিয়ার ভেড়ামারায় ক্যান্সার রোগীসহ ১৫ জন দুস্থ মানুষের মাঝে সাড়ে ৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
আজ ১৪জুন,মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে প্রত্যেকের ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার,উপজেলা পরিষদেও চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাসির। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সিটু। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাসির জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,ও হৃদরোগীর প্রত্যেককে ৫০ হাজার করে মোট সাড়ে ৭ লাখ টাকার চেক ১৫ জনকে প্রদান করা হয়েছে।
আরও পড়ুনঃ নড়াইলে জমি নিয়ে বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে হত্যা
প্রিন্ট