বাংলাদেশের অন্যতম সনাতনী ধর্মীয় তীর্থ ভূমি ফরিদপুর জেলার বোয়ালমারীর কয়ড়া শ্রী শ্রী কালি বাড়িতে নব নির্মিত নাট মন্দিরের ছাদ ঢালাই এর কাজ শুরু হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক ৮টায় ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন করেন কয়ড়া কালি বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা।
উদ্বোধন শেষে কালি বাড়ি মন্দিরের সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থণা সভার আয়োজন করা হয়। দুপুরে আগত ভক্ত অনুরাগীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।
সুবাস সাহা জানান, ‘‘তিন তলা ফাউন্ডেশন বিশিষ্ট এই নাট মন্দিরটি একটি দৃষ্টি নন্দন কারুকার্য সম্বলিত হবে। যার ব্যয় ধরা হয়েছে অর্থ কোটি টাকা। এই টাকা সম্পূর্ণই আসছে ভক্তদের দান থেকে। শুক্রবারই ৪১৫০ বর্গফুটের ছাদটির ঢালাই এর কাজ সম্পন্ন হয়েছে।
বাকী কাজগুলোও আমরা শেষ করতে পারব বলে আশা রাখি।’’ তিনি ধর্ম প্রাণ হিন্দু ভাইদের এই মহতি উদ্যোগে সাড়া দেবার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।
এই বিশাল কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য ব্যবসায়ী বিকাশ সাহা, দুলাল সাহা, জাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট ধর্মানুরাগী সুবাস ঘোষ, হিন্দু মহাজোট কেন্দ্রীয় নেতা অসীত কুমার গুহ, উপজেলা ও ইউনিয়ন হিন্দু মহাজোট নেতৃবৃন্দের মধ্যে নিরাপদ কর্মকার, যদুনাথ মালো, জীবন দাস, গোপিনাথ পোদ্দার, সমর দাস, অমিত সাহা, সমর কুনডু, বিপ্লব পাল, মিন্টু দাস, শ্যাম সুন্দর কুন্ডু, অংশুমান কুন্ডু, দিলীপ পাল, তপন মাষ্টার, যুগোল পাল, নারায়ন চন্দ্র দাস নারু, জয়ন্ত বিশ্বাস প্রমুখ।
প্রিন্ট