সেবাই ধর্ম। সু-স্বাস্থ্যই সকল সুখের মুল। এই শ্লোগান নিয়ে নিয়মিত ফ্রী চিকিৎসা সেবা দিয়ে চলেছে কুষ্টিয়ার ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
আজ ২৯মে রবিবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বিনামূলে চিকিৎসাসেবা ক্যাম্পিং শুরু করেন নওদা বহলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে গ্রাম পর্যায়ে যাত্রা শুরু করেছেন ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের পরিচালক ডাঃ মোঃ সাজেদুর রহমান সাজু । তিনি গত ২মাস যাবত বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ভেড়ামারা ও মিরপুর উপজেলায় বিভিন্ন জায়গায় নিয়োমিত ভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছেন সেবামুলক এই সংগঠনটি।
এই চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
আরও পড়ুনঃ নগরকান্দায় শরীরে পেরেক ডুকিয়ে ব্যবসায়ীকে হত্যা
এই সেবা সকাল থেকে বিকেল পর্যন্ত চলে।এ সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হয়।
জানা গেছে ,সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে চলেছেন ফাউন্ডেশনের সভাপতি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাজেদুর রহমান সাজু (এমডি কার্ডিওলজি), রাজশাহী শাহ্ মখদুম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক নাক,কান,গলা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ নুর ইসলাম এবং শিশু রোগে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ডাঃ মোঃ শহিদুল ইসলাম।
খুবই আন্তরিকতার সাথে রোগী দেখতে দেখা যায় । অত্র এলাকার প্রায় চার শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত নারী পুরুষ স্বাস্থ্য বিধিমেনে চিকিৎসা সেবা নিতে দেখা যায়।
মাঠ পর্যায়ে বিনামূল্যে ইসিজি,ডায়াবেটিস ও রক্তের গ্রæপ বিনামুল্যে করতে দেখা যায়। বিভিন্ন শ্রেণি-পেশা জীবি নানা রোগের হতদরিদ্র মানুষ এই চিকিৎসা সেবা পেয়ে খুবই খুঁশি সাধারণ গরীব খেটে খাওয়া দিন মজুর মানুষ।
ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের পরিচালক ডাঃ মোঃ সাজেদুর রহমান সাজু বলেন, গ্রাম অঞ্চলের দরিদ্র লোকজন আর্থিক অনটনের কারণে রোগ বালাই নিয়ে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে থাকেন। এতে অনেক সময় সঠিক চিকিৎসার অভাবে রোগী দিনে দিনে মৃত্যুর দিকে ঝুঁকিতে থাকে। তাই আমি আমার সংগঠন স্বাস্থ্য সেবা ফাউন্ডশেনর একটি বড় ধরণের টিম ভেড়ামারা ও মিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে নিয়োমিত ফ্রি চিকিৎসা দিয়ে সমাজের অসহায় মানুষের পাশে শক্ত ভাবে দাঁড়িয়েছি। এই সেবা অব্যাহত থাকবে। যে কেউ এই সংগঠনের অনুকুলে চিকিৎসা সেবা নিতে পারবেন কোনা টাকা পয়সা দিতে হবে না।
প্রিন্ট