ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিদগ্ধ গৃহবধূ কাকলী সাহা (৩৭) বুধবার সকালে মৃত্যুবরণ করেছেন। গত ১৫ এপ্রিল রান্না করতে গিয়ে গ্যাসের চুলার আগুনে তিনি অগ্নিদগ্ধ হন। বারো দিন ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা এবং নিউমার্কেটে অবস্থিত লাবনী স্টোরের মালিক অলোক রায়ের স্ত্রী কাকলী সাহা গত ১৫ এপ্রিল বাড়িতে গ্যাসের চুলায় রান্না করছিলেন। এ সময় গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুন ওই গৃহবধূর অসতর্কতায় তার কাপড়ে ধরে যায়।
এতে তার শরীরের প্রায় বিশ শতাংশ পুড়ে যায়। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে বারো দিন লাইফ সাপোর্ট থাকার পর বুধবার সকালে মারা যান। নিহত গৃহবধূ কাকলী সাহার একমাত্র ছেলে মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থী।
প্রিন্ট