ফরিদপুরের বোয়ালমারীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। পাউবো-র প্রায় এক শতাংশ জায়গা দখল করে আরসিসি পিলার করে দোকান ঘর নির্মাণের কাজ কয়েক দিন চলার পর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছে।
জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের দৈতর কাঠি গ্রামের সৈয়দ কাজীর ছেলে মো. মনির কাজী ওই গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বারাশিয়া নদীর পাড় ঘেঁষে প্রায় এক শতাংশ জমি দখল করে দোকান ঘর নির্মাণ করছিলেন। পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গায় আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে তিনি এই ঘর নির্মাণ করছিলেন। আরসিসি পিলার করে উপরে টিনের ছাউনির এবং চারিদিকে টিনের বেড়া দেয়া হচ্ছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তৎপরতায় মাঝপথে কাজ বন্ধ হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণের বিষয়ে প্রশ্ন করা হলে মনির কাজী বলেন, সবাইকে ম্যানেজ করেই কাজ করা হচ্ছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বোয়ালমারী পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী শশাংক কুমার বিশ্বাস মঙ্গলবার (১২ এপ্রিল) বলেন, খবর পেয়ে কাজ বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট