ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দৌলতদিয়া ঘাটের ভিআইপি প্রথা চালু হবে না –নবাগত পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদকঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে ভিআইপি প্রথা চালু হবে না। ভিআইপি’র নামে বিভিন্ন ধরনের পরিবহন সিরিয়াল ভঙ্গ করে আগে পার হওয়ার রীতি চালু করা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্তহাতে নিয়ন্ত্রণ করা হবে। কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা স্পষ্টভাবে জানিয়ে দেন নবাগত পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

বৃহস্পতিবার বেলা এগারটায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত নবাগত পুলিশ সুপার জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডিআইও-১ সাইদুর রহমান, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী প্রেসক্লাব সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি আজু শিকদার, সাংবাদিক গণেশ পাল, জাহাঙ্গীর হোসেন, এজাজ আহম্মেদ, কবির হোসেন প্রমূখ। এর আগে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পরদিন পুলিশ সদস্যদের নিয়ে এবং তার পরদিন সাংবাদিকদের নিয়ে মত বিনিময় করেন।

এ সময় নবাগত পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ কর্মীদের ভাবনা এবং জিজ্ঞাসা জানতে চাইলে সংবাদ কর্মীদের প্রশ্নের জব্বাবে পুলিশ সুপার বলেন, সদ্য বিদায়ী পুলিশ সুপার যে কাজটি করে গেছেন তা নিশ্চয় দৃষ্টান্ত। দেশ ও জাতির স্বার্থে সকল ধরনের অন্যায়কে শক্তহাতে প্রতিহত করা হবে। সারা জেলায় মাদক নিয়ে বলেন, মাদকের ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না। যেখানে এ ধরনের কথা শুনবেন, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

ইংরেজী নতুন বছরকে বরণ করে নিতে থার্টি ফাস্ট উদযাপনের নামে কোন প্রকার উচ্ছৃঙ্খলাপনা করতে দেওয়া হবে না। এ জন্য সবার আগে নিজের পরিবারের সন্তানদের সামাল দিতে হবে। আপনি আপনার জায়গা থেকে পরিবার ঠিক রাখলে বাকি সব ঠিক হয়ে যাবে। থার্টি ফাস্ট উদযাপনের জন্য সন্ধ্যার কেউ বাইরে কোন প্রকার উচ্ছৃঙ্খলাপনা করলে শক্তহাতে তা দমন করা হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতদিয়া ঘাটের ভিআইপি প্রথা চালু হবে না –নবাগত পুলিশ সুপার

আপডেট টাইম : ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :

নিজস্ব প্রতিবেদকঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে ভিআইপি প্রথা চালু হবে না। ভিআইপি’র নামে বিভিন্ন ধরনের পরিবহন সিরিয়াল ভঙ্গ করে আগে পার হওয়ার রীতি চালু করা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্তহাতে নিয়ন্ত্রণ করা হবে। কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা স্পষ্টভাবে জানিয়ে দেন নবাগত পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

বৃহস্পতিবার বেলা এগারটায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত নবাগত পুলিশ সুপার জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডিআইও-১ সাইদুর রহমান, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী প্রেসক্লাব সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি আজু শিকদার, সাংবাদিক গণেশ পাল, জাহাঙ্গীর হোসেন, এজাজ আহম্মেদ, কবির হোসেন প্রমূখ। এর আগে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পরদিন পুলিশ সদস্যদের নিয়ে এবং তার পরদিন সাংবাদিকদের নিয়ে মত বিনিময় করেন।

এ সময় নবাগত পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ কর্মীদের ভাবনা এবং জিজ্ঞাসা জানতে চাইলে সংবাদ কর্মীদের প্রশ্নের জব্বাবে পুলিশ সুপার বলেন, সদ্য বিদায়ী পুলিশ সুপার যে কাজটি করে গেছেন তা নিশ্চয় দৃষ্টান্ত। দেশ ও জাতির স্বার্থে সকল ধরনের অন্যায়কে শক্তহাতে প্রতিহত করা হবে। সারা জেলায় মাদক নিয়ে বলেন, মাদকের ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না। যেখানে এ ধরনের কথা শুনবেন, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

ইংরেজী নতুন বছরকে বরণ করে নিতে থার্টি ফাস্ট উদযাপনের নামে কোন প্রকার উচ্ছৃঙ্খলাপনা করতে দেওয়া হবে না। এ জন্য সবার আগে নিজের পরিবারের সন্তানদের সামাল দিতে হবে। আপনি আপনার জায়গা থেকে পরিবার ঠিক রাখলে বাকি সব ঠিক হয়ে যাবে। থার্টি ফাস্ট উদযাপনের জন্য সন্ধ্যার কেউ বাইরে কোন প্রকার উচ্ছৃঙ্খলাপনা করলে শক্তহাতে তা দমন করা হবে।


প্রিন্ট