ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইটবাহী থ্রি হুইলারের ধাক্কায় বাদল মুন্সি নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
সোমবার বিকাল চারটার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার সোতাশী সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল মুন্সি আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামে থাকেন। তার বাড়ি নরসিংদী জেলায়।
বোয়ালমারীর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অহিদুজ্জামান খান সাইফুল জানান, সাতৈর হাট থেকে পেঁয়াজের চারা কিনে ফেরার পথে সোতাশী নামকস্থানে দুর্ঘটনার শিকার হন বাদল। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। পরে তাকে উদ্ধারকরে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিন দুপুর ২টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে টিনের দোকানের টিনের নিচে চাপা পড়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহত ভ্যানচালকের নাম বদু মোল্যা। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ গ্রামের আলতা মোল্যার ছেলে।
এলাকাবাসী জানায়, ভ্যানচালক বদু তার ভ্যানে করে টিন আনার জন্য এক ক্রেতার সঙ্গে সহস্রাইল বাজারের সিরাজুল ইসলামের টিনের দোকানে যায়। দোকানে দাঁড় করিয়ে রাখা টিনের বাণ্ডিল থেকে টিন নিতে গেলে ওই বাণ্ডিলের সব টিন তার উপর পড়ে যায়। পরে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কর্তব্যরত চিকিৎসক ফারিয়া জানান, তাকে নিয়ে আসার কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
প্রিন্ট