মাগুরা শালিখা থানা পুলিশ রাত্রিকালীন অভিযান ডিউটি করার সময় দুই চোর সহচুরি কাজে ব্যবহৃত একটি পিক-আপ জব্দ করেন। গত ১১/০২/২০২২ইং তারিখ, রাত ৩টার সময় শালিখা থানা তালখড়ী ইউনিয়নের ছান্দড়া গ্রামে বাবুবাড়ী বাজারের উত্তরপার্শে গ্রামীনফোন টাওয়ারের ব্যাটারি প্রোটকশন ভেঙে ব্যাটারি চুরির সময় আটক করা হয়।
এস আই মোঃরকিবুল ইসলাম বলেন প্রতিদিনের ন্যায় রাত্রিকালীন ডিউটি করছিলাম আমি সঙ্গীয় ফোর্স সহ।সিমাখালী টু চোতুরবাড়ীয়া সড়কের পাশে চুরি কাজে ব্যবহৃত গাড়িটি-(খুলনা মেট্রো-ন-১১-১৭৯৮) দাঁড়িয়ে রেখে টাওয়ারের ব্যাটারী চুরির সময় তাদের হাতে নাতে চোরাইমাল সহ ও ২ জন চোরকে গ্রেফতার করি ও অন্যরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ হাবিবুর রহমান (৩০) পিতা- মোঃ কবির শেখ, মোঃ রজব আলী মোল্যা (২০), পিতা- মোঃপরশ মোল্যা ওরফে (পলাশ) মোল্যা, উভয় সাং- সিদ্দিপাশা, থানা -অভয়নগর, জেলা- যশোর।
এস আই মোঃ রকিবুল ইসলাম আরো জানান ধারণা করা হচ্ছে ৬-৭জনের সঙ্ঘবদ্ধ চোরচক্র ছিলো টাওয়ারের ব্যাটারী চুরির ঘটনায় জড়িত ছিলো। পালিয়ে যাওয়া একজনের নাম (পলাতক) আক্কাস আলী (৩০), পিতা- ইশারত আলী বিশ্বাস ওরফে (ইশা), সাং- কোটা (বাগদা ঋষিপাড়া), থানা- অভয়নগর, জেলা- যশোর।
এ বিষয়ে শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব বিশারুল বিশ্বাস বলেন শালিখা থানায় নিয়মিত একটি চুরি মামলা রুজু হয়েছে।
প্রিন্ট