ফরিদপুরের মধুখালীতে ব্যাসদী নবী সংঘের আয়োজনে ৮ দলীয় নক আউট মাহ্মুদুন নবী স্মৃতি ব্যাডমিন্ট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
২২ জানুয়ারী শনিবার রাতে ব্যাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নবী সংঘের সভাপতি ও ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহেদুন নবী মনির সভাপতিত্বে ৮ দলীয় নক আউট মাহ্মুদুন নবী স্মৃতি ব্যাডমিন্ট টুর্নামেন্টের উদ্বোধন করেন খেলার সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান ফুয়াদ,মোস্তাফিজুর রহমান,মাসুদুর রহমান,মফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ও ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগন ।
উদ্বোধনী খেলায় ৪টি দল অংশ গ্রহন করে । রাতের ১ম উদ্বোধনী খেলায় মধুখালী শহীদ ওহিদ স্মৃতি সংসদ বনাম নওপাড়া নূর সংঘ। খেলা দুই সেটে নুর সংঘ ১৫+১৫ পয়েন্টে জয়ী হয়ে ২য় খেলায় অংশ গ্রহনের যোগ্যতা অর্জন করে। মধুখালী শহীদ ওহিদ স্মৃতি সংসদ ৪+৬ পয়েন্ট পেয়ে খেলা শেষ করে।
উদ্বোধনী ২য় খেলায় মধুখালী নীকলো অফিসিয়াল বনাম মাকড়াইল সাইকোর মধ্যে অনুষ্ঠিত হয় । খেলায় মধুখালী নীকলো অফিসিয়াল দল দুই সেটে ১৫+১৫ পয়েন্টে জয়ী হয়ে ২য় খেলায় অংশ গ্রহনের যোগ্যতা অর্জন করে। মাকড়াইল সাইকো ৬+৮ পয়েন্ট পেয়ে খেলা শেষ করে । রাতের শীত উপেক্ষা করে শত শত খেলা প্রেমি খেলা উপভোগ করেন।
প্রিন্ট