ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের ডাক বাংলো রোডে শাহজালাল ইসলামী ব্যাংক আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ জানুয়ারি-২০২২ ইং তারিখ সকাল ১১টায় উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র জনাব সেলিম রেজা লিপন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তার রাখেন শাহজালাল ইসলামী ব্যাংক ফরিদপুরের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক মো. ইমরান হুসাইন, মো.হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী শাহ্জালাল ব্যাংক আউটলেট শাখার ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল মৃধা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব জনাব মাওঃ হুসাইন আহমাদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মাওঃ মোঃ রফিকুল ইসলাম।
প্রিন্ট