ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সদর ইউনিয়নের বার বার নির্বাচিত সভাপতি এস এম আকরাম হোসেন শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইনামুল হাসানের নেতৃত্বে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মোনায়েম খান, গোপালপুর বাজার বণিক সভাপতি আমিরুল ইসলাম,ইউপি সদস্য মকিবুল হাসান মক্কা, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম বাবর, উপজেলা যুবলীগ নেতা নওফেল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী কাউসার হোসেন( টিটো) ও পৌর ছাত্রলীগ নেতা ইমন খান ( কামরান) প্রমুখ।
চেয়ারম্যান ইনামুল হাচান সভাপতি এস এম আকরামের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
অনুষ্ঠান পরিচালনা করেন গোপালপুর ইউপি সদস্য ওবাইদুর রহমান।দোয়া পরিচালনা করেন কামারগ্রাম স্কুল মসজিদের ইমাম মো. ওয়াহিদুজ্জামান।
প্রিন্ট