বাড়িঘর উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসন দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় রায়টা সড়ক অবরোধ করে মানববন্ধন করেন এলাকাবাসী।
৮জানুযারী শনিবার সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট নতুনপাড়া এলাকার শতশত নারী-পুরুষ সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচিতে যোগদেন।
উল্লেখ্য,সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে জিআরপি পুলিশ ট্রেনিং সেন্টার করার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট সংলগ্ন রায়টা নতুনপাড়া নামক গড়ে উঠা গ্রামকে উচ্ছেদ করে পুলিশ ট্রেনিং সেন্টার নির্মান করার ঘোষনা দেন।এই লক্ষে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়।
এই জন্য,উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসন দাবিতে প্রায় ৫হাজার নারীপুরুষ ঐক্যমত পোষন করে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরকে ডেকে পদ্মার ধারে রায়টা নতুন পাড়া সরকারী প্রাইমারী স্কুল মাঠে পথসভা করেন।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,বীরমুক্তিযুদ্ধা সাজদার আলী।বক্তব্য রাখেন,রায়টা নতুনপাড়া বসতভিটা রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক ডাঃ ইয়াকুব আলী। বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীন। বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন। বিজেএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক হোসেন। প্রভাষক সাইদুজ্জামান ফিরোজ। ডাঃ এনামুল হক। মেম্বার মাহাবুল হক,আনোয়ারা খাতুন। শিক্ষক মিজুনুর রহমান,হাসিবুল হক প্রমূখ।
বক্তারা বলেন, এই গ্রামে প্রায় জনসংখ্যা ৩৭শ। ৩হাজার ঘরবাড়ি। সাড়ে ১১শ’ পরিবার বসবাস করেন। র্দীঘ ৩৫বছর ধরে বসতি। দাদাদাদী পিতামাতা ও ছেলেমেয়েদের কবর এবং গড়ে উঠা নানা শিক্ষাপ্রতিষ্ঠান ভিটেমাটি ফেলে অন্যথায় যাওয় মতো কোন রকম সুযোগ নেই। আমরা ভুমিহীন পরিবার,আমাদেরকে পুর্নবাসন করে সরকার বাহাদুর এই বসতি গ্রাম ভেঙ্গেদিয়ে রেলওয়ে জিআরপি পুলিশ ট্রেনিং সেন্টার করুক আপত্তি নেই। জোর করে জমি দখল করতে আসলে রক্ষক্ষয় সংঘর্ষ হবে। তবে জীবন থাকতে জিআরপি পুলিশ ট্রেনিং সেন্টারের নামে রায়টা পাথর ঘাটের পরিবেশ ও সৌর্ন্দয ধ্বংস করতে দেওয়া যাবে না বলে হুসিয়ারী দেন এলাকাবাসী।
প্রিন্ট