ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণসামগ্রী চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দুপুরে ওই বিদ্যালয় নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. সুজন বিশ্বাস বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এরআগে বুধবার (৫ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর ব্রাহ্মণ জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর ব্রাহ্মণ জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ চলছে। ভবনটির নির্মাণ কাজ করছেন জেলার নগরকান্দা উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রেজাউল ফকির জেভি। গত ২৬ ডিসেম্বর রাত ৭টার দিকে বিদ্যালয়টির সিঁড়ির সামনে ৩ বান্ডিল ১০ মিলি রড (যার ওজন আনুমানিক ২৫০ কেজি) রাখা হয়। পরেরদিন রাতে ওইসব রড অজ্ঞাতনামা কোন ব্যক্তি চুরি করে নিয়ে যায়।
সর্বশেষ গত বুধবার (৫ জানুয়ারী) বিকালে প্রিমিয়ার ও কিং ব্রান্ডের ৫০ বস্তা সিমেন্ট ওই নির্মাণাধীন ভবনের মধ্যে রাখা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিকরা কাজ করতে গিয়ে দেখে সেখান থেকে ৩২ বস্তা সিমেন্ট চুরি হয়ে গেছে।
এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশও পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রিন্ট