বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লিগে টানা ষষ্ঠ জয় পেয়েছে শেখ জামাল ক্রীড়াচক্র। বুধবার বিকেলে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ খেলায় তারা প্রতিপক্ষ শফি উদ্দিন স্মৃতি সংঘ কে ৩-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে শফিউদ্দিন স্মৃতির পক্ষে একমাত্র গোলটি করেন উমর।
এরপর শেখ জামাল ক্রীড়া চক্রের পক্ষে আশরাফুল, আবুল হাসান ও পালং একটি করে গোল করলে ৩-১ গোলের ব্যবধানে ম্যাচে জয়লাভ করে শেখ জামাল ক্রীড়া চক্র।
গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি পার্থপ্রতিম মন্ডল, শেখ আকিব জাভেদ, হাসান মুন্সি, চতুর্থ রেফারি মিনার বিশ্বাস।
বৃহস্পতিবার বিকেলে অপর ম্যাচে মোকাবেলা করবে ফরিদপুর মুসলিম মিশন বনাম লক্ষ্মীপুর যুব সংঘ। খেলাটি বিকেল তিনটায় শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রিন্ট