ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর এবং বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রিন্ট