কুষ্টিয়ার দৌলতপুরে ১৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাত্র ৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। মাত্র একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
উপজেলার প্রাগপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আশরাফুল উজ জামান মুকুল সরকার, আদাবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাকি, হোগলবাড়ীয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে সেলিম চৌধুরী, চিলমারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, রিফায়েতপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্র্রোহী স্বতন্ত্র আব্দুর রশিদ বাবলু, খলিশাকুন্ডিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র জুলমত হোসেন, পিয়ারপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র সোহেল রানা বুলবুল
এছাড়া ফিলিপ নগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র নঈম উদ্দিন সেন্টু, রামকৃষ্ণপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে সিরাজ মন্ডল, মরিচা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র জাহিদুল ইসলাম, দৌলতপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মহিউদ্দিন বিশ্বাস, বোয়ালিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী খোয়াজ হোসেন, আড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র হেলাল উদ্দিন এবং মথুরাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মোনায়ার কবির মিন্টু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে রবিবার রাতে দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিন্ট