ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রূপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত Logo দৌলতপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত Logo তানোরের জুমারপাড়া বালিকা বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত Logo লালপুরে ইসকনকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Logo মুকসুদপুরে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া আটক Logo “এখনো গুলির শব্দ কানে বাজে” – শাহদৌলা সরকারি কলেজ কর্তৃক স্মরণ সভায় গুলি বিদ্ধ রনি আহমেদ Logo লালপুরে রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে ধীরগতি Logo লালপুরে পদ্মা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান Logo আমতলীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ Logo বাবাকে তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা, উদ্ধারের পর ইউএনওের তৎপরতা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সালথায় ঘুষ নিয়ে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে

গত ১১ নভেম্বর দ্বীতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার ৮নং বল্লভদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাউসখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার এ বিএম মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ নিয়ে নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অভিয়োগ পাওয়া গেছে। অভিযোগটি উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পেস করেন ওই ওয়ার্ডের মেম্বর প্রার্থী মো: সেন্টু শেখ।

সেন্টু শেখ টিউবওয়েল প্রতিক নিয়ে মেম্বার পদে প্রতিদদ্ধীতা করছিলেন ওই ওয়ার্ডে । তিনি তার অভিযোগে লিখেছেন, সারাদিন ভোট গ্রহন শেষে,ও গননা শেষে করে ফলাফল ঘোষনাকালে তিনি কারচুপির নীলনকশা করেন প্রিজাইডিং অফিসার। সেন্টু শেখ এর নিকট এক লক্ষ টাকা ঘুষ দাবি করেন তাকে বিজয়ী ঘোষনা করবেন বলে।

সেন্টুর ভাষ্য, আমি পেয়েছি ৫০৫ ভোট ও প্রতিদদ্ধী ফুটবল মার্কার প্রার্থী পেয়েছে ৪৫২ ভোট, অপর প্রার্থী মোরগ প্রতিক পেয়েছে ৪০৯ ভোট। যখন প্রিজাইডং অফিসারের দাবি করা ঘুষের টাকা দিতে আমি অস্বিকার করি তখন সে অন্য প্রার্থীর কাছ মোটা অংকের টাকা ঘুষ খেয়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে। পুলিশের ভয় দেখিয়ে, এজেন্টদের বের করে দেয়। মোরগ প্রতিকের প্রাপ্ত ভোটের থেকে একশত ভোট কমিয়ে ফুটবল প্রতিকে একশত বাড়িয়ে ৪৫২ থেকে ৫৫২ ভোট দেখিয়ে তাড়াহুড়া করে ফলাফল ঘোষনা করে বেরিয়ে যান প্রিজাইডিং অফিসার।

সেন্টু আরও বলেন, আমার প্রাপ্ত ভোট ছিলো ৫০৫ আর আমার প্রতিদদ্ধী প্রার্থীর প্রাপ্ত ভোট ছিলো ৪৫২ কিভাবে তাকে বিজয়ী ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার। এতে করে এলাকার লোকজন ক্ষোভে ফুসছেন যারা আমাকে ভোট দিয়েছেন তারাসহ আমিও এই ফলাফল মেনে নিতে পারছি না। তাই আমি নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

এব্যাপারে, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তেলায়েত হোসেন বলেন, এরকম একটি লিখিত অভিযোগ পেয়েছি, কিন্তু এখনই আমি ও আমার অফিসের কিছু করার নেই। গেজেট পরবর্তীতে প্রতিদদ্ধী প্রার্থী এর বিরুদ্ধে মামলা দিতে পারবে। সংস্লিস্ট কেন্দ্রের নিযুক্ত প্রিজাইডিং অফিসার এবিএম মাহবুবুর রহমান অভিযোগ অস্বিকার করে বলেন, কোন প্রার্থীর কাছে থেকে ঘুষ চাওয়া ও ঘুষ নেওয়ার প্রশ্নই আসে না। এটা তাদের মনগড়া কথা মাত্র।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!

সালথায় ঘুষ নিয়ে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে

আপডেট টাইম : ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :

গত ১১ নভেম্বর দ্বীতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার ৮নং বল্লভদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাউসখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার এ বিএম মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ নিয়ে নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অভিয়োগ পাওয়া গেছে। অভিযোগটি উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পেস করেন ওই ওয়ার্ডের মেম্বর প্রার্থী মো: সেন্টু শেখ।

সেন্টু শেখ টিউবওয়েল প্রতিক নিয়ে মেম্বার পদে প্রতিদদ্ধীতা করছিলেন ওই ওয়ার্ডে । তিনি তার অভিযোগে লিখেছেন, সারাদিন ভোট গ্রহন শেষে,ও গননা শেষে করে ফলাফল ঘোষনাকালে তিনি কারচুপির নীলনকশা করেন প্রিজাইডিং অফিসার। সেন্টু শেখ এর নিকট এক লক্ষ টাকা ঘুষ দাবি করেন তাকে বিজয়ী ঘোষনা করবেন বলে।

সেন্টুর ভাষ্য, আমি পেয়েছি ৫০৫ ভোট ও প্রতিদদ্ধী ফুটবল মার্কার প্রার্থী পেয়েছে ৪৫২ ভোট, অপর প্রার্থী মোরগ প্রতিক পেয়েছে ৪০৯ ভোট। যখন প্রিজাইডং অফিসারের দাবি করা ঘুষের টাকা দিতে আমি অস্বিকার করি তখন সে অন্য প্রার্থীর কাছ মোটা অংকের টাকা ঘুষ খেয়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে। পুলিশের ভয় দেখিয়ে, এজেন্টদের বের করে দেয়। মোরগ প্রতিকের প্রাপ্ত ভোটের থেকে একশত ভোট কমিয়ে ফুটবল প্রতিকে একশত বাড়িয়ে ৪৫২ থেকে ৫৫২ ভোট দেখিয়ে তাড়াহুড়া করে ফলাফল ঘোষনা করে বেরিয়ে যান প্রিজাইডিং অফিসার।

সেন্টু আরও বলেন, আমার প্রাপ্ত ভোট ছিলো ৫০৫ আর আমার প্রতিদদ্ধী প্রার্থীর প্রাপ্ত ভোট ছিলো ৪৫২ কিভাবে তাকে বিজয়ী ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার। এতে করে এলাকার লোকজন ক্ষোভে ফুসছেন যারা আমাকে ভোট দিয়েছেন তারাসহ আমিও এই ফলাফল মেনে নিতে পারছি না। তাই আমি নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

এব্যাপারে, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তেলায়েত হোসেন বলেন, এরকম একটি লিখিত অভিযোগ পেয়েছি, কিন্তু এখনই আমি ও আমার অফিসের কিছু করার নেই। গেজেট পরবর্তীতে প্রতিদদ্ধী প্রার্থী এর বিরুদ্ধে মামলা দিতে পারবে। সংস্লিস্ট কেন্দ্রের নিযুক্ত প্রিজাইডিং অফিসার এবিএম মাহবুবুর রহমান অভিযোগ অস্বিকার করে বলেন, কোন প্রার্থীর কাছে থেকে ঘুষ চাওয়া ও ঘুষ নেওয়ার প্রশ্নই আসে না। এটা তাদের মনগড়া কথা মাত্র।


প্রিন্ট