ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা Logo পাংশা সরকারী কলেজে জুলাই শহিদ দিবস পালিত Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে মহম্মদপুর Logo কুষ্টিয়া চাঁদা তোলা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ Logo কিছু কিছু দল বাংলাদেশকে মৃত্যুপুরী বানাচ্ছেঃ -মোমিন মেহেদী Logo মধুখালীতে কাঁচা মরিচের দাম হঠাৎ কম হওয়ায় কৃষকেরা হতাশ Logo কালুখালী থেকে কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে গিয়ে হামলার শিকার Logo ফরিদপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে ‌‌ আলোচনা সভা ‌ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও শর্টগানসহ আটক ২ Logo জাতীয় নাগরিক পার্টি এনসিপির ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় এক পায়ে ভর করে শফিকুলের চার-ছক্কা দেখে দর্শকরা মুগ্ধ !

এক পা নেই, তবুও খেলার মাঠে ব্যাট হাতে কী দুরন্ত ! এক পায়ে ভর করেই দিব্বি হাঁকাচ্ছেন চার-ছক্কা। তার খেলা দেখে দারুণ মুগ্ধ গ্যালারির দর্শকরা। প্রতি শটেই দিচ্ছেন মুহুর্মুহু করতালি।

বলছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মাঠে ব্রাহ্মণবাড়িয়া ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের হয়ে খেলতে নামা ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার শফিকুল ইসলামের কথা।

তিনি শুধু দেশের মাটিতে ভালো খেলেন তা নয়, বিভিন্ন সময়ে দেশের বাইরেও দেখিয়েছেন নিজের কৃতিত্ব। ভারতে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টে ১৩৯ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। সুযোগ পেলে আন্তর্জাতিক অঙ্গনেও তার প্রতিভাকে কাজে লাগাতে চান তিনি। ছিনিয়ে আনতে চান পুরস্কার। বিদেশের মাটিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখেন শফিকুল ইসলাম।

শফিকুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়। গ্রামের স্কুল-কলেজ থেকে পড়াশুনা শেষ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। খেলার পাশাপাশি একটা চাকরিও করেন তিনি। সমাজ ও রাষ্ট্রের অবহেলাকে জয় করে স্বপ্ন পূরণে অটুট তিনি।

শফিকুল ইসলাম বলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জডদের জন্য ক্রিকেট একাডেমিসহ সরকার সুযোগ-সুবিধা দিলে আমরাও সাকিব ও তামিমদের মতো দেশকে রিপ্রেজেন্ট করতে পারব। আমরা জাগরণ সৃষ্টি করতে চাই। প্রতিবন্ধকতার বিষয়ে তিনি বলেন, কারও কথায় স্বপ্ন বা কোনো কাজ থেমে যায় না।

গত শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সাতক্ষীরা, তুফান ও দুরন্ত লালমনিরহাট। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর মঙ্গলবার।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা

error: Content is protected !!

কুষ্টিয়ায় এক পায়ে ভর করে শফিকুলের চার-ছক্কা দেখে দর্শকরা মুগ্ধ !

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :

এক পা নেই, তবুও খেলার মাঠে ব্যাট হাতে কী দুরন্ত ! এক পায়ে ভর করেই দিব্বি হাঁকাচ্ছেন চার-ছক্কা। তার খেলা দেখে দারুণ মুগ্ধ গ্যালারির দর্শকরা। প্রতি শটেই দিচ্ছেন মুহুর্মুহু করতালি।

বলছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মাঠে ব্রাহ্মণবাড়িয়া ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের হয়ে খেলতে নামা ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার শফিকুল ইসলামের কথা।

তিনি শুধু দেশের মাটিতে ভালো খেলেন তা নয়, বিভিন্ন সময়ে দেশের বাইরেও দেখিয়েছেন নিজের কৃতিত্ব। ভারতে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টে ১৩৯ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। সুযোগ পেলে আন্তর্জাতিক অঙ্গনেও তার প্রতিভাকে কাজে লাগাতে চান তিনি। ছিনিয়ে আনতে চান পুরস্কার। বিদেশের মাটিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখেন শফিকুল ইসলাম।

শফিকুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়। গ্রামের স্কুল-কলেজ থেকে পড়াশুনা শেষ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। খেলার পাশাপাশি একটা চাকরিও করেন তিনি। সমাজ ও রাষ্ট্রের অবহেলাকে জয় করে স্বপ্ন পূরণে অটুট তিনি।

শফিকুল ইসলাম বলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জডদের জন্য ক্রিকেট একাডেমিসহ সরকার সুযোগ-সুবিধা দিলে আমরাও সাকিব ও তামিমদের মতো দেশকে রিপ্রেজেন্ট করতে পারব। আমরা জাগরণ সৃষ্টি করতে চাই। প্রতিবন্ধকতার বিষয়ে তিনি বলেন, কারও কথায় স্বপ্ন বা কোনো কাজ থেমে যায় না।

গত শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সাতক্ষীরা, তুফান ও দুরন্ত লালমনিরহাট। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর মঙ্গলবার।


প্রিন্ট