ফরিদপুরের সালথা উপজেলার ৮টি ইউনিয়নের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর ভেতর ৬টিতে নৌকা মার্কা ও ২টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ণ করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ শান্তি ও শৃঙ্খলার সাথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আটঘর ইউনিয়নের জয়কাল গ্রামের গর্জন মোল্যা (৮০) স্থানীয় প্রাইমারী স্কুলে দুপুরে ভোট দিতে এসে বলেন, এত সুন্দর ভাবে আমার ভোট আমি দিতে পারবো বুঝতে পারিনি।
রামকান্তপুর ইউনিয়নে আহসান হাবীব (২৮) বলেন, আমার জীবনে এই প্রথম ভোট আমার পছন্দের প্রার্থীকে দিতে পেরে আমি অনেক খুশি। গতকাল বৃহস্পতিবার সালথা উপজেলার নির্বাচন কর্মকর্তা তিলায়েত হোসেন উপজেলা হল রুমে বেসরকারি ভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বিজয়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ হলো, ১.আটঘর – শহিদুল হাসান খান সোহাগ (নৌকা) ২. রামকান্তপুর – ইশারত হোসেন (স্বতন্ত্র) ৩. ভাওয়াল – ফারুকুজ্জামান ফকির মিয়া (নৌকা) ৪. গট্টি – হাবিবুর রহমান লাবলু (নৌকা) ৫. মাঝারদিয়া – আফসার উদ্দিন মাতুব্বর (নৌকা) ৬. সোনাপুর – খায়রুজ্জামান বাবু মোল্লা (নৌকা) ৭. যদুনন্দী -মো. রফিক মোল্লা (স্বতন্ত্র) ৮. বল্লভদী – খন্দকার সাইফুর রহমান সাহিন (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন।
প্রিন্ট