কুষ্টিয়ার খোকসায় খোকসা-জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার-৪ খোকসায়- কুমারখালীর সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ”। বৃহস্পতিবার দুপুরে স্কুল চত্বরে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি আবুল কালাম, জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত প্রমুখ।
প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ বলেন আজ তোমরা যারা ছাত্র তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে প্রস্তুত করতে হবে নতুনভাবে নতুন জাতি হিসেবে গড়ে ওঠার জন্য এবং আগামীতে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে।
তিনি আরো বলেন ফেসবুক আমাদেরকে অলস করে ফেলেছে সেই সাথে সবচেয়ে বেশি ক্ষতি করছে ছাত্র সমাজের, তাই তিনি ফেসবুক ছেড়ে পড়ালেখায় মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক মাহবুবুর রহমান।
প্রিন্ট