কুষ্টিয়ার খোকসায় ২০২১-২২ অর্থবছরে, ২০২১-২০২২ রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও খেসারী ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার-৪ খোকসায়- কুমারখালীর সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ”। মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলা কৃষি অফিস চত্বরে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। অনুষ্ঠানে
উপস্থিত থেকে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আশিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত, জিল্লুর রহমান প্রমুখ।
চলতি অর্থবছরে খোকসা উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার । কৃষকদের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। তিনি এ প্রণোদনার সফলতা যেন যথাযথভাবে কৃষকরা পায় সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে নির্দেশ দেন। পরে তিনি কৃষকদের মাঝে প্রণোদনা বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন।
প্রিন্ট