কুষ্টিয়া খোকসায় “দক্ষ যুব সম্বৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এর প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। যুব দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, মৎস্য অফিসার রাশেদ হাসান, আরিফুল আলম তশর, সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন ও হুমায়ুন কবির। আলোচনা সভা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার বদিউজ্জামান।
বক্তারা আগামীতে উন্নত বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য দাবি জানান। জাতীয় যুব দিবস উপলক্ষে যুবকদের মাঝে বিভিন্ন ট্রেডে সাড়ে ১২লক্ষ টাকার ঋণ এর চেক প্রদান করা হয়। এর আগে সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বর হয়ে যুব র্যালি শুরু হয় খোকসা উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।
প্রিন্ট