কুষ্টিয়ার ভেড়ামারায় শিহাব পোল্টি মুরগির ফার্মে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ফার্মে থাকা প্রায় ১ হাজার মুরগি আগুনে পুড়ে মারা যায়।
শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিরদিয়াড় গ্রামের মৃত আ¯তুলের ছেলে শিহাবুল।‘শিহাব মুরগি ফার্ম’ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পোল্টি ফার্মের মালিক শিহাবুল ইসলাম জানান, বাবা মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে এই মুরগির ফার্ম করেছিলাম। আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এটি। ফার্মটিতে বিক্রয় উপযোগী ৩০ দিনের ১ হাজার পোল্টি মুরগি ছিল।
হঠাৎ ফার্মে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ফার্মে থাকা প্রায় সব মুরগি পুড়ে মারা যায়। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানাযায়।
ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
প্রিন্ট