রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ৭ অক্টোবর আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২১ উদযাপনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা পরিষদের হলরুমে ইউএনও মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু বক্তব্য রাখেন।
হাবাসপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, মৌরাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান খান, মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা সর্বেচ্চ নিরাপত্তা বজায় রেখে আনন্দঘন পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২১ উদযাপনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পূজামন্ডপে নারী ও পুরুষ পৃথক স্বেচ্ছাসেবক টিম গঠন, পরিদর্শন খাতা সংরক্ষণসহ সরকারী বিধি-নিষেধ অনুসরণ করার গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে পূজামন্ডপে সরকারী ভাবে বরাদ্দকৃত চাউলের ডিও প্রদান করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট