আজ বৃহস্পতিবার দুপুরে নড়াইলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন, ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ দন্ডাদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার ব্রজপাটলী গুচ্ছগ্রামের বাসিন্দা আনসার গাজীর ছেলে জাহাঙ্গীর আলম ও হায়াত গাজীর ছেলে আব্দুল হাকিম গাজী। আসামীরা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানাযায়, ২০১৩ সালের ৭ আগষ্ট বিকালে নড়াইল-যশোর সড়কের সদরের আবাদ মোড়ে ইঞ্জিন চালিত একটি আলম সাধুর বডির ভীতরে বিশেষ কায়দায় রক্ষিত ১ হাজার ২শ ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
এ মামলায় ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত আসামীদেরকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (খ) ধারায় এ দন্ডাদেশ প্রদান করা হয়। আসামীরা গ্রেফতারের পর সাজা কার্যকর করা হবে বলে আদেশ দেন বিজ্ঞ বিচারক।
প্রিন্ট