পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাদেকুল ইসলাম সোহান (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের তেতুঁলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের পাগলী ডাঙ্গী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সোহান ওই এলাকার তফিজ উদ্দীনের ছেলে এবং বাংলাবান্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের তেতুঁলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের পাগলী ডাঙ্গী এলাকায় সোহান তার বাসায় সামনে থেকে বাইসাইকেল নিয়ে তেতুঁলিয়া-বাংলাবান্ধা মহাসড়ক পার হচ্ছিল। এ সময় বাংলাবান্ধা থেকে তেতুঁলিয়া গামী একটি পাথরবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার পর পরই চালক ও তার সহকারীরা ট্রাক রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে যায়।
তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. লুৎফর রহমান সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেতুঁলিয়া হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। তবে এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী পরবতী পদক্ষেপ গ্রহন করবো।
প্রিন্ট